গণেশ উৎসবে ৪০০ কোটির বিমা করিয়ে চমক এই পুজোর, পিছিয়ে লালবাগচা রাজাও!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রমরমিয়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের বিভিন্ন মণ্ডপে বাঁধভাঙা উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন রং লাগাল শহরের সবচেয়ে ধনী পুজো। নতুন রেকর্ড গড়েছে জিএসবি সেবা মণ্ডল। তাদের পাঁচদিনের উৎসবের জন্য ৪০০.৫৮ কোটি টাকার বিমা করা হয়েছে। ২০২৩ সালে এই মণ্ডল ৩৬০.৪০ কোটি টাকার বিমা কেনে। জিএসবি সেবা মণ্ডলের […]
আরও পড়ুন