জয়পুরের হোটেলে গাজা-সহ পাকড়াও, ‘এ তো প্রসাদ’, বললেন আইআইটি বাবা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে কুম্ভমেলার আবিষ্কার অভয় সিং ওরফে আইআইটি বাবা। এবার রাজস্থানের জয়পুরে একটি হোটেলে গাজা-সহ পুলিশ পাকড়াও করল তাঁকে। যদিও আইআইটি বাবা দাবি করলেন, সেগুলি আসলে ‘প্রসাদ’। প্রাথমিক ভাবে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পরে ছাড়া দেওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের হোটেলে হট্টগোলের খবর মেলে এদিন সকালে। এর পরই […]
আরও পড়ুন