Fulhar river erosion | ফুলহরে বাড়ছে জল, আতঙ্কে গ্রামবাসী, ভাঙন শুরু রশিদপুরে
হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরজুড়ে কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফুলহর নদীতে। এই পরিস্থিতিতে ভাঙন শুরু হয়েছে নদীর দক্ষিণ তীরবর্তী রশিদপুরে। আতঙ্কে ওই এলাকার বাসিন্দাদের পাশাপাশি একাধিক গ্রামের বাসিন্দা। রশিদপুরেই ফুলহর নদী প্রায় ৯০ ডিগ্রির মতো বাঁক নিয়েছে। স্থানীয় কৃষক কুন্দন যাদবের কথায়, ‘ভাঙনের আতঙ্কে এখন থেকে রাত জাগতে শুরু করেছি। আমরা […]
আরও পড়ুন