সৌজন্য নাকি মুগ্ধতা? মেলোনিকে দেখে হাঁটু মুড়ে অভিবাদন জানালেন আলবানিয়ার প্রধানমন্ত্রী রামা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিভেজা পথ। লাল কার্পেট বিছানো। সে পথের একদিক দিয়ে হেঁটে আসছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আরেকদিক দিয়ে ছাতা মাথায় আসছিলেন আলবানিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা। তারপর যা হল, তা বলিউড রোমান্টিক সিনেমার দৃশ্য বললেও অত্যুক্তি হয় না বোধহয়! মেলোনিকে দেখে ছাতা ফেলে হাঁটু মুড়ে কার্পেটের উপর বসে পড়লেন আলবানিয়ার প্রধানমন্ত্রী। তারপর হাতজোড় […]
আরও পড়ুন