Nagrakata | ডুয়ার্সের চা বাগানে নামল বৃষ্টি, কোথাও কোথাও পড়ল শিলও
নাগরাকাটা: সাড়ে ৪ মাস পর শুক্রবার বিকেলে বৃষ্টি পেল ডুয়ার্সের চা বাগান। এবারের শীতকালীন মরসুমের এটাই প্রথম বৃষ্টি। চা বাগান শেষ বার বৃষ্টি পেয়েছিল গত বছরের অক্টোবরে। ফার্স্ট ফ্লাশের প্রিমিয়াম কোয়ালিটির চায়ের স্বাদ ও গন্ধ এতে বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে উচ্ছ্বাসের সঙ্গে বিষাদের ছায়াও আছে। কিছু বাগানে এদিন বৃষ্টির সঙ্গে শিলও পড়ে। […]
আরও পড়ুন