Domkal | ঘাসফুলের পতাকা নামিয়ে তোলা হল লাল পতাকা, পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের
ডোমকল : ডোমকলে উলটপুরাণ। তৃণমূল কংগ্রেসের হাত থেকে নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। বৃহস্পতিবার ঘাসফুলের পতাকা নামিয়ে তোলা হল কাস্তে-হাতুড়ি আঁকা লাল পতাকা। ডোমকলের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলের হাতে প্রতারিত। এলাকার বহু মানুষ দুর্নীতির শিকার। আমরা দলীয় কার্যালয় পুনরুদ্ধার করলাম। এটা আগামীদিনে মুর্শিদাবাদের বুকে মাইলফলক হয়ে থাকবে।’ […]
আরও পড়ুন