ইন্টারভিউয়ে নামে লজে ডাক! দক্ষিণেশ্বরে গৃহবধূর সোনার গয়না নিয়ে চম্পট দিল যুবক 

ইন্টারভিউয়ে নামে লজে ডাক! দক্ষিণেশ্বরে গৃহবধূর সোনার গয়না নিয়ে চম্পট দিল যুবক 

অর্ণব দাস, বারাকপুর: চাকরি দেওয়ার ‘টোপ’। ইন্টারভিউয়ে নামে একটি লজে ঢেকে যুবতীকে হেনস্তা! ছবি তোলার নাম করে সোনার গয়না খুলিয়ে তা নিয়ে চম্পট যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের গৃহবধূ রক্তিমা সরকার সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি দেখে যোগাযোগ করেন। রাহুল নামে এক যুবক তাঁকে জানান, নামকরা স্পা সেন্টারে রিসেপশনিস্ট হিসাবে নিয়োগ করা […]

আরও পড়ুন