Falakata | জঙ্গলে গোরু আনতে গিয়ে বিপত্তি, হাতির হানায় গুরুতর জখম ১ গ্রামবাসী
ফালাকাটা: জঙ্গলে গোরু আনতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম হলেন এক গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে। এই গ্রামের পাশেই দক্ষিণ খয়েরবাড়ি বনাঞ্চল। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা এদিন সন্ধ্যায় গোরু আনতে জঙ্গলে ঢোকেন। জঙ্গল থেকে ফেরার পথে তারা হাতির সামনে পড়ে যান। তখন বাকিরা পালিয়ে গেলেও কালীপদ দাস নামে ষাটোর্ধ এক […]
আরও পড়ুন