‘পুলিশের চর’ তকমা, ছত্তিশগড়ে সুকমায় স্কুলশিক্ষককে খুন করল মাওবাদীরা!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিনা রক্তপাতে ছত্তিশগড়ের বস্তারে ৩০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। তারপরই সামনে এল ‘পুলিশের চর’ তকমা দিয়ে এক শিক্ষককে হত্যার ঘটনা। জানা গিয়েছে, মাওবাদী উপদ্রুত বস্তারে অবুঝমাঢ়ের জঙ্গলে ঘেরা প্রত্যন্ত অঞ্চলগুলিতে ‘শিক্ষাদূত’ হিসাবে কাজ করতেন তিনি। যে মানুষটি শিক্ষার প্রদীপ জ্বালতে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে কাজ করছিলেন, তাঁকেই হত্যার অভিযোগ উঠেছে নকশালপন্থীদের […]
আরও পড়ুন