উইম্বলডনে ফের আলকা ‘রাজ’, খেতাবের হ্যাটট্রিকের সামনে স্প্যানিশ তারকা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজ। সেমিফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে উড়িয়ে আরও একবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হওয়ার সামনে স্প্যানিশ তারকা। আর সেমির লড়াইয়ে তিনি হারালেন মাত্র একটি সেট। আলকারাজ জেতেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) ব্যবধানে। এবার চ্যাম্পিয়ন হলে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক হবে আলকারাজের। যে রেকর্ড এখনও পর্যন্ত আছে মাত্র পাঁচজন টেনিস […]
আরও পড়ুন