মিস্ত্রি থেকে ব্যবসায়ী! রাতারাতি উত্থান হতেই বাড়িতে ইডি, ঝাড়গ্রামের এই ‘নিশাচর’ কে?
সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: সাইকেল সারানোর মিস্ত্রি থেকে বড় ব্যবসায়ী। বালি কারবারে হাত পাকিয়ে রাতারাতি ভাগ্য ফেরায় চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে বনে যান ব্যবসায়ী। তড়িৎগতিতে এহেন উত্থানের পরই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়লেন ঝাড়গ্রামের ‘নিশাচর’ শেখ জাহিরুল। ততদিনে অবশ্য তাঁর দাপট নিজের গ্রাম ছাড়িয়ে পাঁচ গ্রামের মানুষ কাছে পৌঁছেছে। পদে না থেকেও পদাধিকারীদের ওঠবস করাতে পারেন অনায়াসে! […]
আরও পড়ুন