Dalkhola | নীল বাতি লাগানো সরকারি গাড়িতে পাচারের চেষ্টা, উদ্ধার ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
ডালখোলাঃ পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো প্রাইভেট নম্বরের নীল বাতির গাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। পাচারের আগেই বমাল গ্রেপ্তার পাচারকারী। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। জানা গিয়েছে, শুক্রবার রাত দুটো নাগাদ ডালখোলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সবজি আড়তে দাঁড়িয়ে থাকা নীল বাতি ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো […]
আরও পড়ুন