৯ বছরের দাম্পত্য যাপন সৃজা-অর্জুনের, বিবাহবার্ষিকীতে কী উপলব্ধি সব্যসাচীপুত্রর?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুটি গুটি পায়ে নয়টি বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেললেন অর্জুন চক্রবর্তী এবং সৃজা সেন। তাঁদের সুখী দাম্পত্যে যদিও গতবছর ঝড়ের আভাস মিলেছিল! শোনা গিয়েছিল, অর্জুন-সৃজার ঘর ভাঙার গুঞ্জন। তবে নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে সেসব জল্পনা-কল্পনায় জল ঢেলেছেন দম্পতিতে। আবারও হাসিমুখে একফ্রেমে ধরা দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, তাঁদের নয় বছরের সম্পর্ক এখনও অটুট। […]
আরও পড়ুন