Hasimara Air base | হাসিমারার আকাশে সন্দেহজনক ড্রোন! রাতভর তল্লাশি চালিয়েও সেটির হদিস পেল না পুলিশ
আলিপুরদুয়ার: কিছুদিন আগেই হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন একটি উঁচু গাছে উঠে উঁকিঝুঁকি মারার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক যুবক। মঙ্গলবার ফের শিরোনামে হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকা। সূত্রের খবর, ওই এলাকায় একটি ড্রোন উড়তে দেখে বায়ুসেনা কর্তৃপক্ষ। বিষয়টি তারা আলিপুরদুয়ার জেলা পুলিশকে জানায়। এর পরেই জেলা পুলিশের নির্দেশে ফালাকাটা থানা ও মাদারিহাট থানার পুলিশ ড্রোন খুঁজতে অভিযানে […]
আরও পড়ুন