থিম পুজো নৈব নৈব চ! বম্বের বুকে সাবেকি দুর্গোৎসবে বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন অভিজিৎ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবের আমেজ বাংলা ছাড়িয়ে শুরু হয়ে গিয়েছে আরব সাগরের তীরে স্বপ্ননগরী মুম্বইতেও। বাঙালি বলিউড সেলেব ব্রিগেডও সেই আনন্দে মেতেছেন। মা’কে স্বাগত জানানোর প্রস্তুতি তুঙ্গে তাঁদের। মুখার্জি পরিবারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আত্মীয় বিয়োগে এবার নমো নমো করেই পুজো সারবেন তাঁরা। তবে চলতিবারে অভিজিৎ ভট্টাচার্যের ‘লোখান্ডওয়ালার দুর্গোৎসব’ এবার তিরিশে পা দিল। […]
আরও পড়ুন