উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন অনিশ্চিত হলেও ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। ফুটবলে চারবারের বিশ্বজয়ী এই দেশ ক্রিকেটের টি২০ বিশ্বকাপ খেলতে ২০২৬ সালে পা রাখবে ভারতে। ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করল ইতালি। শুক্রবার নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও।
জানা গিয়েছে, নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইতালি। শুধুমাত্র পয়েন্ট বেশি থাকার কারণে জার্সি ও স্কটল্যান্ডকে পিছনে ফেলে ভারতে আসার টিকিট নিশ্চিত করে ফেলে ইতালি। এদিন দ্য হেগ-এর মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ তোলে ইতালি। সর্বোচ্চ রান বেন মানেন্তির (৩০)। শুরুটা খারাপ হলেও পরের দিকের ব্যাটারদের দৌলতে মোটামুটি ভদ্রস্থ রান তোলে তারা।
বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য এদিন জিততেই হত নেদারল্যান্ডসকে। এছাড়া অন্য কোনও পথ ছিল না তাঁদের কাছে। তারা শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। বিনা উইকেটে ৭১ তুলে ফেলে। এর পর ওপেনার মাইকেল লেভিটকে (৩৪) ফেরান ইতালির ক্রিশান কালুগামাগে। তবে ম্যাক্স ও’ডাউড (অপরাজিত ৪৭) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (অপরাজিত ৩৭) সৌজন্যে জিততে অসুবিধা হয়নি নেদারল্যান্ডসের। ইউরোপ কোয়ালিফায়ারে এই জয়ের ফলে নেদারল্যান্ডস সহজেই পৌঁছে যায় টি২০ বিশ্বকাপের মূলপর্বে। পয়েন্টসের নিরিখে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতালি। এই প্রথমবার ফুটবলে চারবারের বিশ্বজয়ী ইতালিকে দেখা যাবে ক্রিকেটের বিশ্বকাপে।