উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিরিয়ায় (Syria) গির্জায় আত্মঘাতী হামলা। রবিবার ঘটনাটি ঘটে রাজধানী দামাস্কাস (Damascus) শহরের একটি গির্জায়। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শহরের মার ইলিয়ায় গির্জায় প্রার্থনা চলাকালীন একজন ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর নিজেকেও গুলি করে সে। হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিল। সেই বোমা থেকে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police) ও নিরাপত্তাকর্মী। সেখানে উপস্থিত সকলকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘটনার জন্য আঙুল তোলা হয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস-র দিকে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি বলে জানা গিয়েছে।
এদিকে গতকাল থেকেই মধ্যপ্রাচ্যে সরগরম পরিস্থিতি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পর বিশ্বব্যাপী তাঁদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে আমেরিকা। এই পরিস্থিতিতে সিরিয়ায় এই হামলা ঘিরে নানা প্রশ্ন উঠছে।