উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধরা পড়ল সোদপুর পর্নকাণ্ডে প্রধান অভিযুক্ত শ্বেতা খান (Sweta Khan) ওরফে ফুলটুসি। শ্বেতার ফোন ট্র্যাক করেই বুধবার রাত ৮ টা নাগাদ কলকাতার আলিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই গ্রেপ্তার করা হয়েছে ফুলটুসির ছেলে তথা এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আরিয়ান খানকেও। বুধবার দুপুরে গল্ফগ্রিন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ডোমজুড় থানা যৌথভাবে গ্রেপ্তার করে অভিযুক্ত আরিয়ানকে।
উল্লেখ্য, শ্বেতা খান ও আরিয়ান খান দু’জনে মিলে প্রোডাকশন হাউজের আড়ালে দেহ ব্যবসা চালাতেন বলে অভিযোগ। দিনের পর দিন একাধিক মেয়েকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে আনত আরিয়ান। এরপর তাদের দিয়ে নানা আপত্তিকর কাজ করানো হত। এমনকি পর্নগ্রাফির ব্যবসাও চালানো হত বলে অভিযোগ। শ্বেতার ডোমজুরের বাড়িতেই চলত এই ব্যবসা। আর সমস্তটা দেখভাল ক্রতেন শ্বেতা। সম্প্রতি সোদপুর পানিহাটির এক তরুণীকেও কাজের প্রলোভন দেখিয়ে পর্নোগ্রাফি শ্যুট করার জন্য চাপ দিয়েছিল শ্বেতা এবং আরিয়ান। তাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত মা ও ছেলে। কোনওমতে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই তরুণী। তারপরই প্রকাশ্যে আসে শ্বেতার কীর্তিকলাপ। বর্তমানে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আইসিসিইউ-তে চিকিৎসাধীন আছেন নির্যাতিতা তরুণী।