উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। একই সঙ্গে ৯ অগাস্ট নবান্ন অভিযানের ঘোষণাও করেছেন তিনি। কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে এদিন যুব মোর্চার কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘২১ জুলাই উত্তরবঙ্গে প্রশাসনিক সদর দফতর, উত্তরকন্যার উদ্দেশ্যে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি, ৯ অগাস্ট ‘নবান্ন অভিযান’ হবে।
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার বর্ষপূর্তিতে সরকার পতনের আহ্বান রেখে এই অভিযান বলে জানিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর কথায়, ‘অভয়ার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছে। হাঁসখালি থেকে বগটুই— এই সরকার ও তার বাহিনী ধর্ষকদের রক্ষাকারী। তাই এদের সরাতেই হবে।’ দলীয় পতাকা ছাড়াই নবান্ন অভিযানের ঘোষণা করেন শুভেন্দু। এও জানান, এই কর্মসূচির আগে তিনি অভয়ার বাবা মায়ের অনুমতি নিতে যাবেন। অভয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে নবান্ন অভিযান থেকে মমতা সরকারের পতনের ডাক দেওয়া হবে। এদিন কসবার প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বলেন, ‘আগামীকালই নতুন সভাপতিকে স্বাগত জানাব। নতুন নেতৃত্বের হাত ধরে আসবে নতুন লড়াইয়ের কর্মসূচি।’