Suvendu Adhikari | ‘কাঁটাতার বসানোর জমি দিয়ে বিএসএফের দিকে আঙুল তুলুন, সমর্থন করব’, মমতাকে বিঁধলেন শুভেন্দু

Suvendu Adhikari | ‘কাঁটাতার বসানোর জমি দিয়ে বিএসএফের দিকে আঙুল তুলুন, সমর্থন করব’, মমতাকে বিঁধলেন শুভেন্দু

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ বেঁধেছে মমতার (CM Mamata Banerjee) । বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভুয়ো ভোটারের নাম করে প্রকৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। এনিয়ে সতর্ক থাকতেও বলেছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে বরাবরই সরব বিজেপি। তাই এই সংশোধনীর পেছনেও ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নামে প্রধানত সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ারই ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছে তৃণমূল। অনুপ্রবেশের প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ। বিমানে কেউ এলে সেটিও কেন্দ্রের অসামরিক পরিবহণ মন্ত্রক দেখে। তাহলে অনুপ্রবেশ আটকানো দায়ও তাদের।’

এদিন অনুপ্রবেশ নিয়ে মমতার তোলা প্রশ্নের জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যান শুভেন্দু। সেখান থেকে বের হয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বিএসএফ-এর দায়িত্ব। আমি বলছি, আপনি কেন্দ্রকে ৫৪০ কিলোমিটার জায়গা দেননি কেন? ২০১৬ সাল থেকে বারংবার ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর অনুরোধ করা সত্ত্বেও। আপনি বিএসএফ-কে সম্পূর্ণ জমি দিয়ে, তাতে কাঁটাতার লাগানোর সময় দিয়ে, তারপর বিএসএফ-র দিকে আঙুল তুলুন। আমরাও না হয় তখন সমর্থন করব।’

সূত্রের খবর, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে প্রায় ৬৬ কিলোমিটার কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় ৩২৪ একর জমি ইতিমধ্যে বিএসএফের হাতে তুলে দিয়েছে রাজ্য। এখনও ৩৫৬ একর জমি ব্যাক্তি মালিকদের থেকে কিনে বিএসএফকে দেওয়া বাকি রয়েছে। এই কাজ করতে জেলা প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *