সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটা ঘায়ে নুনের ছিটে! একে তো ফাইনালে হেরে ‘শোকের আবহাওয়া’ পাক ক্রিকেটে। তারপর যদি সূর্যকুমার যাদবের থেকে মিষ্টি ভাষায় কটাক্ষ শুনতে হয়, তাহলে তো মেজাজ গরম হতেই পারে। ঠিক সেরকমই এক ঘটনা ঘটল পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে। সূর্যকে একের পর এক প্রশ্ন করে যে উত্তর পেলেন, তাতে আরও রেগে যাওয়ারই কথা।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক সূর্যকে প্যাঁচে ফেলার চেষ্টা করেন। তিনি প্রশ্ন করেন, “টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের প্রতি আপনাদের ব্যবহার আপত্তিজনক। আপনারা হাত মেলাননি, ফটোশুট করেননি, তারপর রাজনৈতিক কথাবার্তা বললেন। ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে আপনি কি ক্রিকেটের মধ্যে রাজনীতিকে নিয়ে এলেন না?”
সূর্য উত্তর দেওয়ার আগেই অবশ্য দলের মিডিয়া পরামর্শদাতা থামিয়ে দিতে চান। এমনকী সূর্যকে উত্তর দিতে নাও করেন। কিন্তু এরকম ‘বল’ কি ভারত অধিনায়ক ছাড়েন? ব্যাটে হয়তো রান নেই, কিন্তু কথায় তো জুড়ি মেলা ভার। তিনি হাসতে হাসতে বলেন, “আমার উত্তর না দিলেও চলবে? আহা, আপনি তো রেগে যাচ্ছেন! আমি আপনার প্রশ্নটাই ঠিক বুঝিনি। আপনি একটাই প্রশ্ন চারবার করলেন।” পাশে বসা অভিষেক শর্মাও হাসতে থাকেন।
Pakistani reporter crying in press convention. That is what we needed #AsiaCupFinal pic.twitter.com/J7VQXv7U6n
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) September 28, 2025
আসলে এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল। শুধু মাঠে না মাঠের বাইরে। এশিয়া কাপ শুরুর হ্যান্ডশেক বিতর্ক থেকে মহসিন নকভির থেকে ট্রফি না নেওয়া। মাঠের লড়াইয়ে তিনবার জিতেছে ভারত। মাঠের বাইরের বিতর্ককেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সূর্যরা। সাংবাদিক সম্মেলনেও ‘জয়’ ভারতেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন