উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জার্মানির মিউনিখে সফল অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন সূর্যকুমার যাদব। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক। জানা গিয়েছে, হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে তাঁর। গত দুবছরের মধ্যে এই নিয়ে তিনবার অস্ত্রোপচার হল সূর্যকুমারের। এর আগে ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। গত বছর হয়েছিল হার্নিয়ার অস্ত্রোপচার। এবার ফের হার্নিয়ার অস্ত্রোপচার হল।
সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে ‘স্কাই’ লিখেছেন, ‘পেটের নীচের দিকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে উঠছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত,এই মুহূর্তে সূর্যকুমার মুলত টি-২০ দলের হয়েই খেলছেন। শেষবার তিনি খেলেছিলেন আইপিএলে। বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যস্ত। সেই দলে নেই ‘স্কাই’। আর অগাস্টের আগে সাদা বলের কোনও সিরিজ নেই ভারতীয় দলের। তাঁর আগেই সূর্যকুমারের সুস্থ হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।