Suryakumar Yadav | ব্যাটে-বলে নয়! মানবিক দিক থেকে সকলের মন জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

Suryakumar Yadav | ব্যাটে-বলে নয়! মানবিক দিক থেকে সকলের মন জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে জয় দিয়ে শুরু হল ভারতের (INDIA) ২০২৫ এশিয়া কাপ (Asia Cup) যাত্রা। একেবার সহজ দিয়ে শুরু করল ভারতীয় শিবির। ভারতের সামনে দাঁড়াতেই পারল না আমিরশাহি। একেবারে খড় খুটোর মত উড়ে গেল। মাত্র ১৭.৪ ওভারে শেষ হয়ে গেল একটা গোটা ম্যাচ।

ওই ম্যাচেই সকলের মন জিতে নায়ক হয়ে উঠলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ঠিক কী ঘটেছিল?

প্রথমে ব্যাট করতে নামে আমিরশাহি। ১৩ তম ওভারে বল করতে আসেন শিবম দুবে (Shivam Dubey)। সেই ওভারেই হল ঘটনাটি। প্রথম বলে উইকেট নেন শিবম। দুই বল পরে শিবমের বাউন্সার ব্যাটে ছোঁয়াতে পারেননি আমিরশাহির ক্রিকেটার জুনেইদ সিদ্দিকি। বল চলে যায় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের (Sanju Samson) কাছে। তিনি বল ধরে সোজা উইকেটে ছোড়েন। আউটের  আবেদন করেন সঞ্জু। রিপ্লেতে দেখা যায়, জুনেইদ আউট হয়েছেন। তাই তৃতীয় আম্পায়ার আউট দেন।

এরপর দেখা যায়, সূর্যকুমার গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। ভারত অধিনায়কের কথা শুনে আম্পায়ার ইশারা করেন যে ভারত আউটের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। এজন্য আবার ব্যাটিং শুরু করেন জুনেইদ।

কিন্তু হঠাৎ কেন আউটের আবেদন প্রত্যাহার করলেন সূর্য?

শিবম বল করার সময় তাঁর ট্রাউজ়ারে গোঁজা তোয়ালে মাঠে পড়ে যায়। তাতে হয়তো মনসংযোগে কিছুটা সমস্যা হয়েছিল জুনেইদের। তিনি সেটিই লেগ আম্পায়ারকে বলার চেষ্টা করছিলেন। আর সেটা করতে গিয়ে তিনি খেয়াল করেননি যে ক্রিজ়ের বাইরে রয়েছেন। এজন্য সূর্য আউটের আবেদন প্রত্যাহার করে নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *