Supreme Court docket says No waqf appointments, adjustments to waqf by consumer until subsequent listening to

Supreme Court docket says No waqf appointments, adjustments to waqf by consumer until subsequent listening to

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: নয়া ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে সংশোধনীর দু’টি বিতর্কিত ক্ষেত্র-ওয়াকফ বাই ইউজার সম্পত্তির চরিত্র বদল এবং ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সাতদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে নিজেদের জবাব জানাবে কেন্দ্র।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী (ওয়াক্‌ফ-বাই-ইউজার) হিসেবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে — তাদের চরিত্র বদল করা যাবে না। রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যপদে কোনও নিয়োগ হবে না। ৫ মে পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এদিকে আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে।

বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *