উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত জানালেন, মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে এদিন এই কথা বলেন তিনি। ১০ দিন পর রয়েছে মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে বহুদিন ধরেই রাজ্যের সঙ্গে বিবাদে জড়িয়ে রয়েছেন রাজ্যপাল। এমনকি শীর্ষ আদলতেও পৌঁছায় এই মামলা। ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ দেওয়া হয়, কমিটি উপাচার্যদের নামের তালিকা বানিয়ে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। কিন্তু রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান যে, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এরপরেই সার্চ কমিটির কাছে রিপোর্ট চেয়ে পাঠায় আদালত। গত সপ্তাহে পেশ করা সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কিছু সমস্যা রয়েছে। বাকি উপাচার্যদের মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই নিয়োগ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ১০ দিন পর।