Supreme Court docket | ‘বাকস্বাধীনতা রক্ষাকবচ নয়’, নেটপ্রভাবীদের নিজেদের চ্যানেলে ক্ষমা প্রার্থনার নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court docket | ‘বাকস্বাধীনতা রক্ষাকবচ নয়’, নেটপ্রভাবীদের নিজেদের চ্যানেলে ক্ষমা প্রার্থনার নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেটপ্রভাবীরা (Social Media Influencers) নিজেদের ‘কনটেন্ট’ তৈরির জন্য বাকস্বাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না। এমনটাই স্পষ্ট করল সু্প্রিম কোর্ট (Supreme Court docket)। সু্প্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চের মতে, নেটপ্রভাবীরা বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করেন। ফলে কোনও কনটেন্ট কমার্শিয়াল বা ‘নিষিদ্ধ’ বক্তৃতার আওতায় পড়লে, সেটির জন্য বাকস্বাধীনতার অধিকার প্রযোজ্য হবে না।

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) একটি অনলাইন অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। এনিয়ে শীর্ষ আদালতে মামলাও হয়। তাতে নাম জড়ায় পাঁচ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সময় রায়না, বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিংহ ঘাই, সোনালি ঠাকুর এবং নিশান্ত জগদীশ তনওয়ারের। বিশেষভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন তাঁরা। তবে আদালত জানিয়েছে, তাঁদের নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকেও জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণী আদালতে জানান, অনলাইনে কোনও বক্তব্যের গাইডলাইন স্থির করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। বিষয়টির সঙ্গে বাকস্বাধীনতার বিষয় জুড়ে আছে বলে এটি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। শীর্ষ আদালতের বক্তব্য, এনিয়ে একটি কার্যোপযোগী গাইডলাইন স্থির করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *