Superstar Durga Puja | মুখোপাধ্যায় পরিবারের পুজোয় চাঁদের হাট, অতিথি জয়া, টুইঙ্কল থেকে প্রিয়াংকা, দেখে নিন ছবি…

Superstar Durga Puja | মুখোপাধ্যায় পরিবারের পুজোয় চাঁদের হাট, অতিথি জয়া, টুইঙ্কল থেকে প্রিয়াংকা, দেখে নিন ছবি…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে মুখোপাধ্যায় পরিবারের পুজো (Superstar Durga Puja) মানেই চাঁদের হাট। প্রতি বছর রানি-কাজলের পুজোয় হাজির হন অসংখ্য বলিউড তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবছর অষ্টমীর পুজোয় দেখা গেল জয়া বচ্চন (Jaya Bachchan), প্রিয়াংকা চোপড়া (Priyanka Chopra), অনুপম খের (Anupam Kher), টুইঙ্কল খান্না (Twinkle Khanna), বিপাশা বসু (Bipasha Basu) সহ আরও অনেককে।

মুখোপাধ্যায় পরিবারের দুই কন্যা রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কাজলের (Kajol) সঙ্গে পূজা মণ্ডপে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন অভিনেত্রী টুইঙ্কল খান্না। জমকালো সাজে ধরা দেন তিনজনই।

মুখোপাধ্যায়দের পুজোয় শামিল হন জয়া বচ্চনও। অষ্টমীতে লাল শাড়িতে পুজো মণ্ডপে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। ভিন্ন মেজাজে ধরা দেন তিনি।

এদিকে বিদেশে সংসার পেতে পাকাপাকি সেখানকার বাসিন্দা হলেও নিজের সংস্কৃতিকে ভুলে যাননি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মুখোপাধ্যায় পরিবারের পুজোয় অতিথি হিসেবে এলেন তিনি। নীল রংয়ের সালোয়ার কামিজে সেজেছিলেন ‘দেশি গার্ল’।

রানিদের পুজোয় শামিল হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। অষ্টমী পুজোয় মেয়ে ও স্বামীকে নিয়ে এসেছিলেন বিপাশা বসুও। মেয়ে দেবী ও স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে লাল শাড়িতে রানি-কাজলের বাড়ির পুজোয় শামিল হন অভিনেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *