Sunil Gavaskar | বুমরাহও অপরিহার্য নয়, দাবি গাভাসকারের

Sunil Gavaskar | বুমরাহও অপরিহার্য নয়, দাবি গাভাসকারের

শিক্ষা
Spread the love


মুম্বই: আগামীর ভাবনায় কড়া বার্তা সুনীল গাভাসকারের।কিংবদন্তির দাবি, বর্তমানে ভারতীয় ক্রিকেটের গভীরতা অনেক। দুই-একজনের ওপর দল মোটেই নির্ভরশীল নয়। জসপ্রীত বুমরাহও ভারতীয় দলে অপরিহার্য নয়। রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়াও জেতার ক্ষমতা রাখে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন। রোহিত শর্মা ফাইনাল ছাড়া নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। কিন্তু তাতেও ভারতের দাপট আটকায়নি। বরুণ চক্রবর্তীদের মতো নতুনরা দায়িত্ব সামলেছেন। এরজন্য দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ, ভারতীয় ক্রিকেটের গভীরতাকেই কৃতিত্ব দিচ্ছেন।

গাভাসকারের কথায়, ‘অস্ট্রেিলয়া সফরে প্রথম টেস্টে দুর্দান্ত জয়। পরের তিন টেস্টেই হার। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি২০ সিরিজ দাপট দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে ছাড়া সাফল্য বুঝিয়ে দেয়, ক্রিকেটে কেউ অপরিহার্য নয়।’

এখানেই থেমে থাকেননি গাভাসকার। বিরাট-রোহিতদের প্রসঙ্গও টেনে আনেন। বলেন, ‘অতীতেও রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়া ভারত জিতেছে। ওদের ছাড়া জেতার ক্ষমতা রাখে দল। তবে বিরাট-রোহিতের উপস্থিতিতে দল অনেক বেশি অপ্রতিরোধ্য, এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আমার।’

বাড়তি খুশি বিদেশি ক্রিকেটারদের মুখে ভারতীয় ক্রিকেটের প্রশংসা শুনে। গাভাসকার বলেছেন, ‘ভালো লাগে, যখন দেখি একঝাঁক বিদেশি ক্রিকেটার প্রশংসা করে। বলে, যে কোনও প্রান্তে জেতার ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পিছনে দুবাইয়ে সব ম্যাচ খেলা কোনও কারণ নয়।’

ডেল স্টেইন আবার জসপ্রীত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ব্যক্তিগত কারণে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন। তবে নজর থাকবে লিগে। তার অন্যতম কারণ ভারতীয় স্পিডস্টার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার বলেছেন, ‘বোলারদের ওপর চোখ রাখব। জসপ্রীত বুমরাহ যেমন। ও ‘অল ইন অল’ প্যাকেজ। কাগিসো রাবাদাও। ম্যাচের যে কোনও সময়ে বল করতে এসে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে দুজনে। শুধু ১৫৫ গতি নয়, দরকার স্কিল। যে কোনও পরিস্থিতিতে যা অধিনায়কের তুরুপের তাস। যা ভীষণভাবে রয়েছে বুমরাহদের মধ্যে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *