Suniel Shetty | ‘ওরাও ভালো নেই’, কাশ্মীরের পাশে থাকার বার্তা দিলেন সুনীল শেট্টি

Suniel Shetty | ‘ওরাও ভালো নেই’, কাশ্মীরের পাশে থাকার বার্তা দিলেন সুনীল শেট্টি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘ঘৃণা নয়, আমাদের এখন কাশ্মীরিদের পাশে দাড়ানো প্রয়োজন।’ লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। তিনি এও জানিয়েছেন যে, ঘোরার জন্যই হোক বা কাজের সূত্রে, তাঁকে যদি কাশ্মীরে যেতে হয় তিনি অবশ্যই যাবেন।

এর আগে অভিনেতা ঈশান খট্টর কাশ্মীরের এই অশান্ত পরিস্থিতির আবহেও সংহতি বজায় রাখার বার্তা দিয়েছিলেন। এদিন সুনীল একইভাবে পাশে দাড়িয়েছেন কাশ্মীরিদের। তিনি বলেন,‘ওরাও ভালো নেই। সন্ত্রাসবাদ ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরিবারের সদস্যদের কেড়েছে। শিক্ষায়, অর্থনৈতিক দিক থেকে বা পর্যটন শিল্পে আবারও পিছিয়ে পড়ছে রাজ্যটি।”

ধর্মের ঊর্ধ্বে উঠে মানবিকতাকে আপন করে নেওয়ার বার্তাও দেন সুনীল। তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। কোনও ধরনের বিভেদ ছড়াবেন না। বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদকে একেবারেই মদত দেবেন না। এখন সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার, তবেই ভারত নিরাপদ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *