Sujata Kujur | লক্ষ্য অলিম্পিক, বলছেন সুজাতা

Sujata Kujur | লক্ষ্য অলিম্পিক, বলছেন সুজাতা

ভিডিও/VIDEO
Spread the love


কলকাতা: সুজাতা কুজুর। ভারতীয় মহিলা হকি দলে বাংলার একমাত্র প্রতিনিধি। সোমবার অস্ট্রেলিয়া সফরের জন্য ২৬ সদস্যের ভারতীয় মহিলা হকি দল ঘোষণা করা হয়েছে। সেখানে স্থান পেয়েছেন সুজাতা। অনেকদিন পর বাংলা থেকে কেউ জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুজাতা। মঙ্গলবার উত্তরবঙ্গ সংবাদকে একান্তে তিনি বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। আগে ভারতের জুনিয়ার দলের হয়ে খেলেছি। এবারই প্রথম সিনিয়ার দলে সুযোগ পেলাম।’ আদপে ওডিশার বাসিন্দা সুজাতার উঠে আসা হকি হাব নামে পরিচিত ‘সুন্দরগড়’ গ্রাম থেকে। তাঁর বাবা একজন কৃযক। কেরিয়ারের শুরুতে আর্থিক প্রতিবন্ধকতার মুখেও পড়তে হয়েছে। তাতেও অবশ্য হকি খেলা বন্ধ হয়নি সুজাতার।

নিজের গ্রামেই হকি খেলা শুরু করেছিলেন সুজাতা। পরে সুন্দরগর সাইয়ে সুযোগ পান তিনি। সেখান থেকে কলকাতা সাইয়ে পাঠানো হয় সুজাতাকে। আপাতত তিনি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। চিলিতে জুনিয়ার বিশ্বকাপেও খেলেছেন সুজাতা। এবার সিনিয়ার দলের জার্সি গায়ে মাঠে নামবেন।

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি কেমন? উত্তরে লাজুক সুজাতা বলেছেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। প্রতিটা অনুশীলনে নিজেকে নিংড়ে দিয়েছি।’ আগামী অলিম্পিককে মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই হকি খেলোয়াড়। সুজাতা বলেছেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আমার প্রধান লক্ষ্য। তবে এখন এশিয়া কাপ এবং প্রো লিগ নিয়েই চিন্তা করছি।’

২৪ তারিখ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন সুজাতারা। ২৬ তারিখ তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে। আপাতত অস্ট্রেলিয়া সফরে নিজেকে প্রমাণ করতে চান সুজাতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *