Subsequent Vice President | শরিক দল নয়, পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকেই : সূত্র

Subsequent Vice President | শরিক দল নয়, পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকেই : সূত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। তাঁর পদত্যাগের আসল কারণ কী, পরবর্তী উপরাষ্ট্রপতিই বা কে হবেন, এনিয়ে চর্চা চলছে রাজধানীতে। প্রথমে জল্পনা ছিল, এনডিএ-র কোনও বর্ষীয়ান শরিক নেতা এই পদের দায়িত্ব পেতে পারেন। কিন্তু গেরুয়া শিবির সূত্রে খবর, কোনও শরিক নেতা নন, বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ কেউ নতুন উপরাষ্ট্রপতি হতে চলেছেন। ইতিমধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

দু’দিন ধরে শোনা যাচ্ছিল, রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকে উপরাষ্ট্রপতি করা হতে পারে। আবার বিহারে বিধানসভা ভোটকে মাথায় রেখে নীতীশ কুমার বা বর্ষীয়ান জেডিইউ নেতা রামনাথ ঠাকুরকেও উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বিজেপি সূত্রের খবর, রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ শরিকদের হাতে ছাড়তে রাজি নয় দল। সংসদীয় রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদটির গুরুত্ব অনেক। ওই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত কোনও নেতাকে বসানো হতে পারে। গেরুয়া শিবির এখন উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বাছে সেটাই দেখার।

এদিকে, সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না। তাই দ্রুত নির্বাচন করতে হবে। তার প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *