Subrata Bakshi | সুব্রত বক্সীর সই জাল করে নিয়োগপত্র! গ্রেপ্তার ১

Subrata Bakshi | সুব্রত বক্সীর সই জাল করে নিয়োগপত্র! গ্রেপ্তার ১

খেলাধুলা/SPORTS
Spread the love


বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সই জাল করে নিয়োগপত্র দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম সইফুর রহমান (৫০)। বাড়ি কর্ণজোড়ার ফাঁড়ির অন্তর্গত কোকরা গ্রামে। রবিবার ধৃতকে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

পুলিশসূত্রে খবর, সাংগঠনিক পদে রদবদল না হলেও হেমতাবাদ এবং রায়গঞ্জ ২ নম্বর ব্লকের একটি ভুয়ো নিয়োগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভাইরাল হওয়া নিয়োগপত্রের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয় জেলা তৃণমূল। দু’টি অভিযোগও দায়ের হয়েছে। একটি ইসলামপুরে এবং অপরটি হেমতাবাদ থানায়।

সূত্রের খবর, ওই ভুয়ো নিয়োগপত্রে উল্লেখ রয়েছে রায়গঞ্জ-২ নম্বর ব্লকের সভাপতি হয়েছেন উত্তম চট্টোপাধ্যায় এবং হেমতাবাদ ব্লকের সভাপতি হয়েছেন প্রফুল্লচন্দ্র বর্মন। সেই নিয়োগপত্রে সইতে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর নাম।

বিষয়টি লিখিতভাবে হেমতাবাদ থানায় জানিয়েছেন তিনি। হেমতাবাদ ব্লকের তৃণমূল সভাপতি আশরাফুল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়োগপত্রটি নকল। কেউ ষড়যন্ত্র করে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ‘অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে ভুয়ো নিয়োগপত্রটি ভাইরাল হল তা জানার চেষ্টা চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *