উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি-অযোগ্য’ শিক্ষকদের তালিকা (SSC Tainted record) প্রকাশ করেছে এসএসসি। কিন্তু এই তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে রয়েছে অনেক প্রশ্ন ও ধোঁয়াশা। প্রথমত এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত ‘দাগি’ শিক্ষকদের এই তালিকাকে বলা হয়েছে ‘লিস্ট ওয়ান’। প্রশ্ন উঠেছে এই তালিকা যদি ‘লিস্ট ওয়ান’ হয় তাহলে পরে আর কোনও তালিকা প্রকাশিত হবে কিনা। যদিও এই প্রশ্নের কোনও উত্তর নেই। ৩৩ পাতা জুড়ে দাগি শিক্ষকদের শুধু নাম আর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। আর কোনও তথ্য নেই। এই শিক্ষকরা কোন এলাকায় কোন স্কুলে শিক্ষকতা করছিলেন জানা যায়নি, নবম দশম না একাদশ দ্বাদশ কোন শ্রেণির শিক্ষক সেই তথ্যও নেই। পাশাপাশি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ এখনও হয়নি।
রবিবার দিনভর সকলের চোখ ছিল এসএসসির ওয়েবসাইটে। প্রথমে যানা যায় দুপুর নাগাদ তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তা হয়নি, পরে জানা যায় সন্ধে ৭ টা নাগাদ তালিকা প্রকাশ হবে। কিন্তু দেখা যায় আটটার দিকে তালিকা ওয়েব সাইটে দিয়ে দেয় এসএসসি।
যদিও এর মাঝে আজই একবার ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। কিন্তু কেন তা প্রত্যাহার করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা।
বেলাগাম দুর্নীতির অভিযোগে এসএসসি-র ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেলটাই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। গত ৩ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দেন। তাতে চাকরি যায় শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৫,৭৩৫ জনের। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। ‘দাগি’ হিসাবে যাঁদের চিহ্নিত করা গিয়েছে, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেয় আদালত। যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই ৭ দিনের মধ্যে অযোগ্য দাগি চাকরিপ্রাপকদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালততে জানান তাঁরা সময়সীমার আগেই তালিকা প্রকাশ করবেন। সেই মতো এদিন তালিকা প্রকাশ করা হয়েছে।