SSC Tainted Record | এসএসসির ‘দাগি’ তালিকায় বিজেপি নেতার স্ত্রী, দল বলছে ষড়যন্ত্র, সিবিআইয়ের দ্বারস্থ স্বামী   

SSC Tainted Record | এসএসসির ‘দাগি’ তালিকায় বিজেপি নেতার স্ত্রী, দল বলছে ষড়যন্ত্র, সিবিআইয়ের দ্বারস্থ স্বামী   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ‘দাগি’ তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সামনে এসেছে তৃণমূল নেতা, বিধায়ক-ঘনিষ্ঠদের নাম। এরপরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। সরব হয় বিরোধীরা। এবার সেই দাগি তালিকায় দেখা গেল বীরভূমের বিজেপি নেতার স্ত্রীর নাম। বিজেপির দাবি, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। ওই বিজেপি নেতা সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এসএসসির ‘দাগি’ তালিকায় (SSC Tainted Record) ৬৫৩ নম্বরে রয়েছে বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। সুরজিৎ বীরভূমের বিজেপি কোষাধ্যক্ষ। লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুসুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনিও চাকরি হারিয়েছিলেন। বিজেপির দাবি, লক্ষ্মীর নাম অযোগ্যদের তালিকায় থাকা উচিত নয়। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, লক্ষ্মী অত্যন্ত মেধাবী ছাত্রী। অযোগ্যদের তালিকায় নাম থাকাটা সঠিক নয়।

এদিকে, রামপুরহাটে তাঁদের বাড়িতে গেলেও লক্ষী বিশ্বাস বা তাঁর স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার, কারও দেখা মেলেনি। সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। লক্ষ্মী বিশ্বাস ও সুরজিৎ সরকার কলকাতায় রয়েছেন। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “বিষয়টি রাজ্য দেখবে।” তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *