SSC – Supreme Court docket | ‘জেলে যাওয়া থেকে বেঁচে গেল তৃণমূল!’ সুপ্রিম রায়ের পর কেন একথা বললেন বিকাশ রঞ্জন?

SSC – Supreme Court docket | ‘জেলে যাওয়া থেকে বেঁচে গেল তৃণমূল!’ সুপ্রিম রায়ের পর কেন একথা বললেন বিকাশ রঞ্জন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসির (SSC) অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। শীর্ষ আদালতে সিবিআই নির্দেশ খারিজ হতেই স্বস্তিতে রাজ্য সরকার। তবে রাজ্য স্বস্তিতে একথা মানতে নারাজ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, গোটা ক্যাবিনেটটাই জেলে যেত, তাই এটাকেও জয় ভাবছে তৃণমূল।’

এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল (TMC) তো নিজেদের জয়ী ভাববেই। গোটা ক্যাবিনেটটাই জেলে চলে যাবে, তা থেকে তাঁরা হলেন। তাই ভাবছেন এটা তাঁদের জয় হল। দুর্নীতিমূলক নিয়োগ নিয়ে কোনও জয় নেই। জেলে যাওয়া থেকে বাঁচবার জন্য জয়। এটাকে ওরা সত্যিই জয় মনে করতে পারে।’

সিপিএম নেতার আরও সংযোজন, ‘শিক্ষাব্যবস্থার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রভাব তৈরি করেছেন। যখন টাকা নিয়ে চাকরি দিচ্ছিলেন তখন মনে হয়নি শিক্ষাব্যবস্থার ওপর প্রভাব পড়বে? আজও তিনি স্বীকার করছেন যে টাকা নিয়েই চাকরি দিয়েছেন। এখন চাকরিহারাদের ভুল পথে পরিচালিত করছেন। যদিও ২৬ হাজার শিক্ষক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে গেলেও বড়সড় প্রভাব পড়বে না। বরং তাঁরা থাকলে সমাজব্যবস্থার ওপর প্রভাব পড়বে। কারণ প্রজন্মের পর প্রজন্ম জানবে তাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে তিনি বলেছিলেন, ‘বেঁচে থাকতে কাউকে চাকরিহারাতে দেব না।’ যদিও বিরোধী শিবিরের বক্তব্য শিক্ষকদের এই অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *