উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন তিনি আলিপুর বিশেষ সিবিআই আদালতে জানান, বেআইনি নিয়োগের জন্য তাঁর কাছে চাপ আসত। চাপ দিতেন মুকুল রায়- এমনকি তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এসএসসি চেয়ারম্যানের আরও দাবি, তাঁকে নিয়োগ করার কথা জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার আদালতে একাদশ-দ্বাদশ, নবম দশম, গ্রুপ সি মামলার ট্রায়াল শুরু হয়। মোট ৮ জন সাক্ষীর নাম জমা করেছে সিবিআই। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এদিন সাক্ষ্যগ্রহন সম্পূর্ণ হয়েছে।
চিত্তরঞ্জন মণ্ডল জানান, তিনি ২০১১ সাল থেকে ২০১৩ সালের অক্টোবর মাস পর্যন্ত এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। ২০১৩ সালে তাঁকে বেআইনি নিয়োগের জন্য চাপ দেওয়া শুরু হতেই তিনি পদত্যাগ করেন। তখনই তিনি মুকুল রায় ও তৎকালীন শিল্পমন্ত্রী পদে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন তাঁর বিজেপি যোগ নিয়ে। তিনি প্রশ্ন করেন ২০১৯ সালে চিত্তরঞ্জন বাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন কিনা? প্রশ্নের ইতিবাচক জবাব দেন চিত্তরঞ্জন মণ্ডল। তবে রাজনৈতিক স্বার্থেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন এমন দাবি অস্বীকার করেছেন তিনি।