SSC Recruitment Case | যোগ্য-অযোগ্য বাছতে আসরে নামল বিকাশ ভবন, এসএসসির কাছে চাইল তালিকা

SSC Recruitment Case | যোগ্য-অযোগ্য বাছতে আসরে নামল বিকাশ ভবন, এসএসসির কাছে চাইল তালিকা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ‘যোগ্য-অযোগ্য’ বাছাইয়ের কাজে নামল বিকাশ ভবন (Bikash Bhawan)! সূত্রের খবর, ২০১৬ সালের প্যানেলে ‘যোগ্য-অযোগ্য’ এমন চাকরিহারাদের জেলা ভিত্তিক পৃথক তালিকা এসএসসির (SSC) কাছে চেয়েছে বিকাশ ভবন।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী (SSC Recruitment Case)। তাঁদের সঙ্গে গত শুক্রবার বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু (Bratya Basu)। বৈঠকে তাঁদের আশ্বস্ত করেছিলেন, যত দ্রুত সম্ভব ‘যোগ্য-অযোগ্যদের’ তালিকা প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রীর কথামতো ময়দানে নেমেছে শিক্ষা দপ্তর। যদিও আগে সারা রাজ্য়ের অযোগ্য ও চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দপ্তরকে দিয়েছিল এসএসসি। কিন্তু সেই তালিকায় সন্তুষ্ট নয় শিক্ষা দপ্তর। এবার জেলা ভিত্তিক ‘যোগ্য-অযোগ্য’ তালিকা চাইল তারা।

উল্লেখ্য, শুক্রবারের বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি। সব ঠিক থাকলে ২১ এপ্রিল তা প্রকাশ করা হবে। সঙ্গে তিনি এও বলেছিলেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দিয়ে সবরকম চেষ্টা করবে রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *