SSC Protest | চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়! আটক বেশ কয়েকজন

SSC Protest | চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়! আটক বেশ কয়েকজন

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে জারি হয়েছে সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি। অন্যদিকে, চলছে চাকরিহারাদের আন্দোলন। কেন পরীক্ষা দিতে হবে প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত ‘অর্ধনগ্ন’ মিছিলের ডাক দেন চাকরিহারারা (SSC Protest)।

এদিন সকাল ১১টা নাগাদ জমায়েত শুরু করেন একাংশ। মিছিলকে কেন্দ্র করে মোতায়েন বিশাল পুলিশবাহিনী (Police)। জানা গিয়েছে, মিছিলের আগেই ধরপাকড় শুরু হয়েছে। শিয়ালদা স্টেশন (Sealdah Station) চত্বরে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একাধিক চাকরিহারারা। এই মুহূর্তে স্টেশন চত্বরে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।

স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে ৮৪০ কনস্টেবল, ২৫ র‍্যাফ, জলকামান, ৫ এসিপি, ১২ ইনস্পেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশকর্মীও। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অনুমতি নেই। তাই জমায়েত করা যাবে না। করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *