SSC Examination 2025 | ইন-সার্ভিস প্রার্থীদের সঙ্গে পাশ করাটা চ্যালেঞ্জ! এসএসসি নিয়ে সংশয় প্রকাশ করে পথে নামলেন ফ্রেশাররা

SSC Examination 2025 | ইন-সার্ভিস প্রার্থীদের সঙ্গে পাশ করাটা চ্যালেঞ্জ! এসএসসি নিয়ে সংশয় প্রকাশ করে পথে নামলেন ফ্রেশাররা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দশ বছর পর এসএসসি পরীক্ষায় (SSC Examination) বসার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষায় পাশ করার পরও চাকরি আদৌ মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ফ্রেশাররা। এমতাবস্থায় ফের নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার মিছিল করে এসে এসএসসি ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা।

সুপ্রিম কোর্ট (Supreme Courtroom) ২০১৬ সালের প্যানেল বালিত করার পর নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। তবে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষায় বেশকিছু নিয়ম যোগ করেন। যার মধ্যে ২০১৬-র বাতিল হওয়া প্যানেলের চাকরিপ্রার্থীরা ফ্রেশারদের তুলনায় ১০ নম্বর বেশি পাচ্ছেন। ফলত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের তুলনায় নম্বর বিভাজনে অনেকটাই পিছিয়ে থাকবে ফ্রেশাররা। এই অতিরিক্তি সুবিধে বন্ধের জন্য এদিন পথে নেমেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, ‘দশ বছর পর নিয়োগের পরীক্ষা হল, অথচ নতুন প্রার্থীদের পূর্ণ নম্বর পেলেও ডাক পাওয়ার সম্ভাবনা নেই। কারণ, ইন-সার্ভিস প্রার্থীদের মধ্যে প্রায় ৩১ হাজার শিক্ষককে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। শূন্যপদের সংখ্যা অন্তত এক লক্ষ করা উচিত ছিল। তাছাড়া ইন-সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে, তার কোনও সরকারি গেজেটে উল্লেখ নেই। এই অতিরিক্ত সুবিধা বন্ধ করতে হবে। এই নিয়ম আমাদের সুযোগ থেকে বঞ্চিত করছে। বছরের পর বছর যারা চাকরি করেছেন তাঁদের সঙ্গে পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া একপ্রকার অসম্ভব।’

উল্লেখ্য, চলতি মাসেই এসএসসির দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুই পরীক্ষাতেই কোনওরকম সমস্যা সামনে আসেনি। নির্বিঘ্নেই সবটা শেষ হয়েছে। তবুও চাকরি পাওয়া নিয়ে সন্দিহান ফ্রেশাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *