SSC Examination | তাঁর করা মামলাতেই চাকরি যায় পরেশকন্যা অঙ্কিতার, রবিতে ফের পরীক্ষা দিয়েও সংশয়ে ববিতা

SSC Examination | তাঁর করা মামলাতেই চাকরি যায় পরেশকন্যা অঙ্কিতার, রবিতে ফের পরীক্ষা দিয়েও সংশয়ে ববিতা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: তাঁর করা মামলাতেই চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)। সেই ববিতা সরকারই (Babita Sarkar) আবার শিক্ষক হতে চেয়ে পরীক্ষায় বসলেন। রবিবার এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষায় (SSC Examination) বসেছিলেন ববিতা। পরীক্ষা শেষ করে ববিতা জানান, একসময় তিনি নিজেই পরীক্ষা নিয়েছেন, আজ তাই পরীক্ষা হলে ঢুকে কান্না পাচ্ছিল। তবুও যতটা পেরেছেন ভালোমতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন ববিতা।

ববিতা সরকারের দায়ের করা মামলাতেই রাজ্যের বেলাগাম শিক্ষা দুর্নীতির মুখোশ খুলে গিয়েছিল একসময়। চাকরি হারাতে হয়েছিল মন্ত্রীকন্যা অঙ্কিতাকে। আদালতের নির্দেশে সেই চাকরি পান শিলিগুড়ির ববিতা সরকার। এমনকি ববিতাকে আদালতের মাধ্যমে মাইনের টাকাও ফেরাতে হয়েছিল অঙ্কিতাকে। যদিও সেই চাকরি ববিতাও ধরে রাখতে পারেননি। তথ্যগত ভ্রান্তির কারণে ববিতার চাকরি পান শিলিগুড়িরই অনামিকা রায়। যদিও পরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করলে অনামিকারও চাকরি যায়। এদিন ববিতা জানান, পরীক্ষা দিলেও এসএসসির উপর আর ভরসা নেই তাঁর। ২০ নম্বরের ইন্টারভিউতে কী করা হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। তবুও আশায় বুক বেঁধেই এদিন পরীক্ষা দিয়েছেন বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *