উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি পরীক্ষা (SSC Examination) নিয়ে চরম সতর্ক কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। নিয়ম ভাঙলেই বাতিল হতে পারে উত্তরপত্র।
পরীক্ষার হলে নকল পরীক্ষার্থী যাতে না ঢুকতে পারেন, পরীক্ষায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, পরীক্ষাচলাকালীন যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, তা নিয়ে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করছে কমিশন। পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে এসএসসির তরফে জানানো হল, প্রশ্নপত্র ও উত্তরপত্রে থাকছে একাধিক সিকিউরিটি ফিচার। এর ফলে নকল করলেই ধরা পড়ে যাবে সেই প্রার্থী। সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে সব পরীক্ষার্থীকেই। পরীক্ষাকেন্দ্রে ঢোকার শেষ সময় ১১.৪৫। পরীক্ষা ১২ টায় শুরু। তার আগে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র। মোট পরীক্ষার্থীর সংখ্যা এবার ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এর মধ্যে কাল পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন, ২ লক্ষ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী।
আগামীকাল মোট ৬৩৬-র বেশি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। কমিশন জানিয়েছে, স্বচ্ছ পেন ছাড়া অন্য কোনও পেনে পরীক্ষা দেওয়া নিষেধ। কমিশনের তরফে বিকল্প পেনের ব্যবস্থাও রাখা হচ্ছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। প্রতিটি অ্যাডমিট কার্ডে থাকবে বার কোড স্ক্যানার। নিজের ফটো আইডি কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্রে কিছু লেখা যাবে না। পরীক্ষা হলে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা এনক্লোজারে চেকিং হবে। তার জন্য থাকবেন মহিলা কর্মীরা।