ধীমান রক্ষিত: সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। জোরকদমে ফর্ম ফিলাপও চলছে। ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিলাপের দিন। তবে পরীক্ষা কবে হবে সে নিয়ে নানা জল্পনা চলছিল। তবে সূত্রের খবর, পুজোর আগেই হতে পারে এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা। জানা যাচ্ছে, ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারে এসএসসি। সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।
এদিকে এসএসসির পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা হয়। তবে এসএসসি সংক্রান্ত সব মামলাই খারিজ করেছে হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার এসএলপি দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
২০১৬ সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হওয়ার পর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। নতুন বিধিও প্রকাশ করা হয়। তাতেই আপত্তি তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি ছিল, কেন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে? কেনইবা বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয় আদালতে। চিহ্নিত ‘অযোগ্য’দের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে এই আপত্তি তুলে হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি-কে। তবে ‘চিহ্নিত অযোগ্য’রা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, আবেদন করার জন্য পোর্টালও খুলে দেওয়া হয়। তবে নয়া বিধিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়। গত সোমবার রাজ্য, কমিশন ও চাকরিপ্রার্থী – তিনপক্ষের বক্তব্য শোনে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। ওইদিন স্থগিত রাখা হয় রায়দান। বুধবার এই মামলায় রায় দেয় হাই কোর্ট। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল চাকরিপ্রার্থীরা। আর এসবের মধ্যেই ঠিক কবে এসএসসির পরীক্ষা হবে সে নিয়ে নানা জল্পনা দেখা গিয়েছিল। তবে এরই মধ্যে এসএসসির তৎপরতায় সময়ে পরীক্ষা হওয়া নিয়ে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন