SSC 2016 | ‘আপাতত চাকরিটা থাক’, চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে আর্জি মধ্যশিক্ষা পর্ষদের

SSC 2016 | ‘আপাতত চাকরিটা থাক’, চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে আর্জি মধ্যশিক্ষা পর্ষদের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি (SSC 2016)। এনিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে চাকরিহারাদের বৈঠক হয়। আর এরপরই সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বঞ্চিতদের কাজ চালানোর অনুমতি প্রার্থনা করল তারা।

এদিন বৈঠকে চাকরিহারাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কারও চাকরি যাবে না। সঙ্গে এও বলেন, ‘রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে।’ পাশাপাশি বিকল্প বন্দোবস্ত করে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মমতা চাকরিহারাদের উদ্দেশে জানান, তিনি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। যতদিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ পাচ্ছেন, ততদিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছা পরিষেবা দিন। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, যতদিন না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত বঞ্চিতদের চাকরি করতে দেওয়া হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *