SSC | ‘সোমা দাসের ক্ষেত্রে মানবিকতা অথচ আমরা………?’ প্রশ্ন ‘চাকরিহারা’ দৃষ্টিহীন শিক্ষকদের

SSC | ‘সোমা দাসের ক্ষেত্রে মানবিকতা অথচ আমরা………?’ প্রশ্ন ‘চাকরিহারা’ দৃষ্টিহীন শিক্ষকদের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগে দুর্নীতি। এই অভিযোগে ২০১৬ সালের এসএসসির (SSC) প্যানলে বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। এরফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কিন্তু এই ২৬ হাজার বাতিলে তালিকা থেকে বাদ গেছেন ক্যানসার আক্রান্ত সোমা দাস। মানবিকতার খাতিরে তাঁর চাকরি বহাল রেখেছে শীর্ষ আদালত। এবার এই ইস্যুকে সামনে রেখে পথে নামলেন দৃষ্টিহীন ও  বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষকরা (SSC Disadvantaged Blind Lecturers)।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ ২০১৬ সালের যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে দৃষ্টিহীন ৭০ জনেরও বেশি যোগ্য শিক্ষক রয়েছেন। আমরা চাই সোমা দাসের মতো আমাদের বিষয়টিও সরকার মানবিক দিক থেকে দেখুক।’ পাশাপাশি তাঁরা আরও বলেন, ‘ আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলাম। রাজ্যের ভুলে আমাদের সেই চাকরি চলে গেল। নতুন করে তিনমাসের মধ্যে কীভাবে পরীক্ষায় বসব? আমরা যদি রাইটার ঠিক না পাই, যদি ফেল করি, তার দায় সরকার নেবে তো?’

উল্লেখ্য, প্যানেল বাতিলের চলতি বছর ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ‘চাকরিহারা’ এবং অভিজ্ঞতার নিরিখে বাড়তি নম্বর দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকদের জন্য সরকারের তরফে আলাদা করে কোনও কিছুর উল্লেখ করা হয়নি। যা নিয়ে বেজায় ক্ষিপ্ত দৃষ্টিহীন শিক্ষকরা। ইতিমধ্যেই তাঁরা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), রাজ্যপাল (CV Ananda Bose),এসএসসির চেয়ারম্যানের পাশাপাশি শিক্ষাসচিবকেও। এখন দেখার দৃষ্টিহীনদের জন্য মুখ্যমন্ত্রী ফের কোনও ঘোষণা করেন কিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *