উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকাল হতেই ফের উত্তেজনা ছড়াল বিকাশ ভবনের সামনে। গতকাল রাতে পুলিশি লাঠিচার্জের পরেও নিজেদের দাবিতে অনড় ছিলেন চাকরিহারারা। ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বেশ কিছু বিক্ষোভকারী। এরপর রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ-অবস্থান করেছিলেন চাকরিহারারা। কিন্তু সকাল হতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশে দেওয়া ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ। পাশাপাশি চলতে থাকে স্লোগানিং। নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা কিছুতেই অংশগ্রহণ করবেন না বলেও জানান চাকরিহারা। এই প্রেক্ষিতে আজ রাজ্যজুড়ে ধিক্কার কর্মসূচীর ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা।
প্রসঙ্গত, এসএসসি মামলায় শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক। তারপর থেকেই ক্রমাগত হারানো চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা।এই আবহে গতকাল রাতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীদের অবস্থানে লাঠিচার্জ করে পুলিশ। রীতিমতো সাইরেন বাজিয়ে চালানো হয় পুলিশি অ্যাকশন। ঘটনায় একাধিক বিক্ষোভকারীর গুরুতর আহত হওয়ারও অভিযোগ ওঠে।