SSC | মানেননি সুপ্রিম নির্দেশ, গোপনে পরীক্ষায় আবেদন করেছিলেন বহু ‘দাগি-অযোগ্য’, এবার কী করল এসএসসি?

SSC | মানেননি সুপ্রিম নির্দেশ, গোপনে পরীক্ষায় আবেদন করেছিলেন বহু ‘দাগি-অযোগ্য’, এবার কী করল এসএসসি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার ‘দাগি অযোগ্য’ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড বাতিল করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের জন্য মোট ২,১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে নবম-দশম স্তরের ১,১৪০টি এবং একাদশ-দ্বাদশ স্তরের ১,০২০টি অ্যাডমিট কার্ড রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ১,৪০০ জন ‘দাগি অযোগ্য’ প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। একই ব্যক্তি উভয় স্তরের জন্য আবেদন করায় বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা প্রার্থীর সংখ্যার চেয়ে বেশি।

২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানিয়েছিল, ‘দাগি অযোগ্য’রা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তবে এর পরেও ‘দাগিদের’ অনেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কমিশনকে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় ১,৮০৪ জনের নাম ও রোল নম্বর-সহ তালিকা প্রকাশ করে কমিশন। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার তার আগেই ‘দাগি অযোগ্য’দের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *