উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ প্রকাশিত হয়েছে এসএসসির (SSC) বিজ্ঞপ্তি। সুপ্রিম নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেইসঙ্গে জানানো হয়েছে পরীক্ষার নিয়মাবলী। এই নিয়ম বা বিধি নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ( Bikash Ranjan Bhattacharya)। তাঁর কথায়, ‘২০১৬ সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল, তার বদল হলেই এবার পরীক্ষাও বাতিল হবে।’
নতুন বিজ্ঞপ্তি (Academics recruitment) প্রসঙ্গে বিকাশরঞ্জন বলেন, ‘রাজ্য সরকারকে ২০১৪ এবং ২০১৬ সালের যে নিয়ম ছিল, সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে। তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে।’
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘২০১৬ সালে যে নিরিখে পরীক্ষা হয়েছিল, সেই নিরিখেই পরীক্ষা হতে হবে। দুর্নীতির জন্য ২০১৬-র সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত।’
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) চাকরিহারাদের প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধে বলেন, ‘এই রাজ্য সরকার ইচ্ছে করে বারবার জটিলতা তৈরি করছে। কারণ এই রাজ্য সরকার চাকরি দিতে চায় না। রাজ্য সরকারের ভাঁড়ার শূন্য। যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে যোগ্যও রয়েছেন। অযোগ্যও রয়েছেন। যোগ্য ও অযোগ্যদের জন্য একই ব্যবস্থা হতে পারে না।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। এদিকে শীর্ষ আদালতের নির্দেশ মেনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। কিন্তু পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারাদের একাংশ। এদিন সকালে অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। কিন্তু মিছিল শুরু করার আগে শিয়ালদা স্টেশন চত্বরে তাদের আটকে দেয় পুলিশ।