SSC | নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির-র, পরীক্ষা কবে?

SSC | নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির-র, পরীক্ষা কবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। সরকারি স্কুল গুলিতে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের দরুন এই বিজ্ঞপ্তি প্রকাশ। সুপ্রিম কোর্ট ৩১ মে-র মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছিল। মমতা নিজেও মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে, এসএসসি-র নির্দেশ মেনে ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই মতো শুক্রবার সকালে প্রকাশিত হল এই নিয়োগের বিজ্ঞপ্তি।

শীর্ষ আদালতের নির্দশে চাকরি গিয়েছে যাদের তাঁদেরও এই পরীক্ষায় বসার কথা বলেছিলেন মমতা। তবে আদালতের নির্দেশে ‘দাগি’ নন এমন চাকরিহারারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রণ করতে অনিচ্ছুক। এমত পরিস্থিতিতে শুক্রবার প্রকাশিত হল নতুন নিয়োগ প্রক্রিয়ার এই বিজ্ঞপ্তি।

এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ জুন থেকে। অনলাইনে আবেদনের শেষ দিন ১৪ জুলাই। নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা। তফসিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ফি ২০০ টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে ১৪ জুলাই রাত ১২টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশিত হবে ২৪ নভেম্বর। ২৯ নভেম্বর হতে পারে কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *