উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘চাকরি গেলে এসএসসি অফিস জ্বালিয়ে দেব’ এসএসসি (SSC) চেয়ারম্যানের দপ্তর থেকে বের হয়ে চরম হুংকার দিলেন চাকরিহারারা। গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে ঠিক হয় আইনজীবীদের সঙ্গে কথা বলে ২১ এপ্রিল যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই মতো এদিন এসএসসি চেয়ারম্যানের দপ্তরের সামনে জমায়েত হন হাজার হাজার চাকরিহারা। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে যোগ দিতে ভেতরে যায়। এরপর ভেতর থেকে খবর আসে, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা নিযুক্ত হয়েছেন তাঁদের বৈধ বলে ধরা হচ্ছে। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘নোংরামির খেলা শুরু হয়েছে ভিতরে। বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত নাকি বৈধ। যদি তাই হয়, সেটাই বা কোন যুক্তিতে বলা হচ্ছে।’ শেষ পর্যন্ত এসএসসির তরফে আজ আর তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, কোনও ভাবেই এসএসসি দপ্তরের সামনে থেকে তাঁরা নড়বেন না। হাজার হাজার চাকরিপ্রার্থী এসএসসি দপ্তরের দুটি গেট আটকে দিয়ে বসে পড়েন বিক্ষোভকারীরা। জমায়েত থেকে এসএসসি চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করা হয়। উল্লেখ্য, ১৩ এপ্রিল এই বাছাই দ্বন্দ্বের আবহেই নতুন করে তালিকা করে ইমেল মারফত প্রায় ১৯ হাজার চাকরিহারার নাম শিক্ষা দফতরকে পাঠিয়েছিল এসএসসি (SSC)। সংশ্লিষ্ট তালিকায় নাকি ‘যোগ্য’ চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। এতে খানিকটা আশার আলো দেখেছিলেন চাকরিহারারা। তবে এদিন এসএসসির সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।