SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত নন তাঁরা আগামীকাল থেকে স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা ভেবেই তাঁরা আর্জি জানিয়েছিল যে, ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত নন এমন শিক্ষকদের চাকরি আপাতত বহাল রাখা হোক। বৃহস্পতিবার সেই আবেদনের পক্ষেই রায় দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ আগামীকাল থেকেই কাজে যোগ দিতে পারবে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষিকারা। তবে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বলতে হবে যে, চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

তবে যারা কাল থেকে স্কুলে যোগ দেবেন সেসব শিক্ষক-শিক্ষিকাদের নামের আলাদা কোনও তালিকা দেওয়া হবে কিনা এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, আদালতের তরফে আলাদা করে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে ব্রাত্য বলেন, ‘স্বস্তি পাওয়া গিয়েছে৷’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস প্রসঙ্গ তুলে ধরে ব্রাত্য জানান, ‘মুখ্যমন্ত্রী যেমন বলেছেন ওদের পাশে পূর্ণ আইনি সহযোগিতা নিয়ে থাকব৷’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *